যেভাবে PC laptop BD তে পোস্ট করবেন?
Date: 2022-11-03 Views: 52
বর্তমানে বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট pclaptopbd.com আমরা অনেকেই আমাদের ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি জিনিস সেল করার জন্য পোস্ট করতে চাই। কিন্তু নতুন ওয়েবসাইটে আমরা ঠিক বুঝে উঠতে পারি না, কিভাবে আমরা পোস্ট করব। যাদের এরকম সমস্যা হয় ,তারা মূলত এই আর্টিকেলটির মাধ্যমে বুঝতে পারবেন ,কিভাবে এই সাইটে পোস্ট করতে হয়। এই সাইটে পোস্ট করার জন্য আপনাকে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। চলুন , তাহলে প্রসেস গুলো শিখে নেওয়া যাক।
এই সাইটে পোস্ট করার জন্য আপনাকে কিছু কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আপনি পোস্ট করতে পারবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টেশন করা খুব একটা ঝামেলা নয়।খুবই সহজ পদ্ধতিতে আপনি লগইন করতে পারবেন। এর জন্য শুধু দরকার হবে ,আপনার একটি ইমেইল এবং পাসওয়ার্ড। আপনি আপনার ইমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে।
এরপরে চলে যাবে, second step সেটা হচ্ছে পোস্ট দেওয়ার পালা। পোস্ট করার জন্য আপনাকে কিছু রুলস অবলম্বন করতে হবে। প্রথমে আপনাকে post your ad এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটা পেজ আসবে। এই পেজে প্রোডাক্টের এর কিছু ইনফরমেশন জানতে চাইবে। এই যেমন ধরুন ,আপনার কাছে জানতে চাইবে কোন ব্র্যান্ডের ল্যাপটপ? দোকানের নাম অথবা ইউজারের নাম। আপনার এড্রেস, ফোন নাম্বার। আপনার প্রোডাক্ট কি ল্যাপটপ? নাকি কম্পিউটার? নাকি অন্য কিছু, প্রোডাক্টের এর price কত? এবং প্রোডাক্ট এর ছবি। এই সমস্ত তথ্যই চাইবে। তথ্য দিয়ে আপনাকে ফটো আপলোড করতে হবে। আর মনে রাখবেন ,আপনার প্রডাক্ট এর যদি একাধিক ছবি পোস্ট করতে হয়। তাহলে সাবমিট করার পর, more add photo এমন একটা অপশন আসবে। এই অপশনে ক্লিক করে আপনি second, third এভাবে ফটো দিয়ে submit করে দিবেন। আর এভাবেই আপনার পোস্ট দেওয়া complete হয়ে যাবে।